দেওয়ানী মোকদ্দমা

বাংলাদেশের বিভিন্ন আদালতে সরকারি সম্পত্তি নিজের আয়ত্তে নেবার জন্য অথবা রেকর্ডকালীন ত্রুটি সংশোধনের জন্য সরকারের বিরুদ্ধে মমালা দায়ের করা হয়। সরকারের প্রতিনিধি হিসেবে যেমন জেলা প্রশাসকের নামে সরকারি খাস জমি রেকর্ড হয়, তেমনি সরকারি সম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে জেলা প্রশাসককে পক্ষভূক্ত করতে হয়। সরকারি স্বার্থ যথাযথ সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিয়ন্ত্রণে রাজস্ব মুন্সিখানা বা আর এম শাখা নামে একটি শাখা আছে। আর এম শাখা হতে মামলা দায়ের হবার পর আদালত সংশ্লিষ্ট বিবাদী ও মোকাবিলা বিবাদীকে নোটিশ প্রেরণ করে থাকে। শুনানির জন্য নির্ধারিত তারিখের পূর্বেই অনুচ্ছেদওয়ারী জবাব প্রস্তু‘ত করে সংশ্লিষ্ট আদালতে নিয়োজিত সরকারি কৌসুলির মাধ্যমে অবহিত করা হয়। অনুচ্ছেদওয়ারী এই জবাবকেই দফাওয়ারী জবাব বা এস এফ (Statement of Facts) বলা হয়। এস এফ তৈরীর সময় রেকর্ডীয় বর্ণনা, সরেজমিনে দখলীয় অবস্থান ও সরকারি স্বার্থের বিষয় উল্লেখ করতে হয়।

নোটিশ বোর্ড






    google+     skype    rss