এক নজরে মতিঝিল সার্কেল, ঢাকা।

অবস্থান: কোতয়ালী থানার ৪৭, টয়েনবী সার্কুলার রোডস্থ (জয়কালি মন্দীর) ওয়ারী মৌজার সিএস-২৬০, এসএ-১৮৫৪ ও ১৮৫৫, আরএস ২৩০৪ ও ২৩০৫ নং দাগের ০.১৬৫০ একর অর্পিত সম্পত্তির উপর নির্মিত ভবনের নীচ তলায় মতিঝিল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এর  কার্যালয়টি অবস্থিত।

১। সার্কেলের মোট আয়তন      : ১০.৪৩ বর্গ মাইল।

২। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা  : ২টি।

৩। ইউনিয়ন ভূমি অফিস সমূহ             (ক) মতিঝিল ইউনিয়ন ভূমি অফিস

                                                 (খ) দনিয়া ইউনিয়ন ভূমি অফিস

৪। কর্মকর্তা/ কর্মচারীদের তথ্য   : (ক) কর্মকর্তা ০১ জন।

  (খ) কর্মচারী ০৯ জন।

৫। সার্কেলাধীন মোট মৌজার সংখ্যা : ১৪ টি।

৬। ১নং রেজিষ্টারের সংখ্যা      : ২২৯ টি।

৭। মোট মূল খতিয়ান সংখ্যা     : ৪৮,২৭৪ টি (সিটি মোতাবেক)

৮। মোট খতিয়ান সংখ্যা        : ৪৮,২৭৪ টি।

৯। মোট জমির পরিমান        : ৫৬৩৬.৩১ একর।

১০। মোট কৃষি জমির পরিমান   : ২২৩৫.৯৩১৭ একর।

১১। মোট অ-কৃষি জমির পরিমান : ১৩৮৬.২৩ একর।

১২। মোট খাস জমির পরিমান    : ৫৬৪.৭৪৭২ একর।

১৩। মোট অর্পিত সম্পত্তি পরিমাণ : ২০৬.৯৯ একর (সিটি মোতাবেক)।

১৪। মোট মেট্রোপলিটন থানার সংখ্যা    : ৬ টি।

১৫। থানা সমূহের নাম         : (ক) শ্যামপুর   (খ) যাত্রাবাড়ী 

                                    (গ) কদমতলী     (ঘ) মতিঝিল   

                                     (ঙ) পল্টন         (চ) সবুজবাগ 

১৭। মোট মৌজা:   ১৪ টি       

 

নোটিশ বোর্ড






    google+     skype    rss