কি সেবা কিভাবে পাবেন


কি কি সেবা দেয়া হয় কিভাবে দেয়া হয়
১। নামজারী, জমাভাগ, জমা একত্রিরকরণ, জমা খারিজ সহ রেকর্ড হাল করন আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।
২। ভূমি উন্নয়ন কর আদায় সরাসরি ভূমি মালিকদের কাছ থেকে দাখিলার মাধ্যমে।
৩। খাস জমি রক্ষণাবেক্ষণ, চিহ্নিতকরণও বন্দোবস্ত প্রদান সরকারী নির্দেশ মোতাবেক আবেদনের প্রেক্ষিতে।
৪। পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।
৫। সার্টিফিকেট মামলা পরিচালনা সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে।
৬। দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্ব করণ আইন ও বিধি অনুসারে।
৭। খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ সরকারী নির্দেশ মোতাবেক।
৮। নদী সিকস্তী ও পয়স্তী জমির ব্যবস্থাপনা আইন ও বিধি অনুসারে।
৯। পিও ৯৬ ও ৯৮ এর অধ্যাদেশের আলোকে এবং ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ এর বাস্তবায়ন সরকারী নির্দেশ মোতাবেক।

নোটিশ বোর্ড






    google+     skype    rss