সিটিজেন চার্টার

সেবার নাম সেবা প্রদানের পদ্ধতি সেবা প্রদানের সময় নির্দিষ্ট সেবা প্রদানের ব্যর্থ হলে প্রতিকারের বিধান
নামজারী ও জমাখারিজ

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্তপূর্বক পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানী গ্রহণ ও স্বত্বদখল বিবেচনায় কোন আপত্তি না থাকলে অনুমোদন করা হয়।
নামজারী/জমাখারিজের ফিস নিম্নরূপঃ-

(ক) আবেদন বাবদ কোর্ট ফি ১০.০০ টাকা
(খ) নোর্টিশ জারী ফি। ২.০০ টাকা (অনধিক ৪ জনের জন্য) ৪ এর অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায় করতে হবে।
(গ) রেকর্ড সংশোধন ফি ২০০.০০টাকা
(ঘ) প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫+১৮=৪৩ টাকা+নোটিশ জারীর ফি ৪ এর অধিক প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে।
  মোট ২৫৫/-

 

৬০ কার্যদিবস (প্রবাসীদের ক্ষেত্রে ১২ কাদগর্যদিবস) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর নামজারী আপীল দায়ের করন
নামজারী রিভিউ (মিসকেস) নিস্পত্তি

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্তপূর্বক পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানী গ্রহণ ও স্বত্বদখল বিবেচনায় সিদ্ধান্ত প্রদান করা হয়।

--- উপজেলা ভূমি অফিস। ইউনিয়ন ভূমি অফিস।
অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

জেলা প্রশাসক মহোদয় বরাবরে ১০/- টাকা কোর্ট ফি সহ আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর সরেজমিন তদন্ত ও রেকর্ড পর্যালোচনায় সঠিক পাওয়া গেলে কেসনথি সৃজন করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়।

৩০ দিন জেলা প্রশাসক বরাবরে আপত্তি দায়েরকরণ
অবৈধ দখলদার উচ্ছেদ

সরকারী খাস জমিতে অবৈধ দখলদার থাকলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা যে কোন ব্যক্তির দরখাস্তের প্রেক্ষিতে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারণ করে উচ্ছেদ মামলা রুজু করে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয় এবং জেলা প্রশাসকের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

৩০ দিন জেলা প্রশাসক বরাবরে আপত্তি দায়েরকরণ
রেন্ট সার্টিফিকেট মামলা

আপত্তি থাকলে শুনানী গ্রহণ পূর্বক সরকারী দাবী আদায় সাপেক্ষে নিস্পত্তি করা হয়।

--- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপত্তি দায়েরকরণ
খাস জমির সীমানা নির্ধারণ

সরকারী জমির সাথে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থাকলে তা ব্যক্তি মালিকানাধীন জমির মালিকের ২০/- টাকা কোর্ট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারণ করা হয়।

৩০ দিন জেলা প্রশাসক বরাবরে আপত্তি দায়েরকরণ
শ্রেণী পরিবর্তন

আবেদন প্রপ্তির পর সরেজমিন তদন্তপূর্বক বিধি মোতাবেক উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রস্তাব প্রেরণ করা হয়।

১৫ দিন জেলা প্রশাসক বরাবরে আপত্তি দায়েরকরণ

এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোন পরামর্শ কিংবা অভিযোগের বিষয়ে যোগাযোগ করুন :-

১। জেলা প্রশাসক, ঢাকা --- ০২-৯৫৫৬৬২৮ --- ০১৯৩৩৪৪৪০০১

২। অতিরিক্ত জেলা প্রসাশক (রাঃ), ঢাকা --- ০২-৭১১৬৬৪৭ --- ০১৯৩৩৪৪৪০০৩

৩। রেভিনিউ ডেপুটি কালেক্টর, ঢাকা --- ০২-৯৬৬৪৬২৪ --- ০১৯৩৩৪৪৪০২১ 

৪। সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল সার্কেল,ঢাকা। ---    --- ০১৭২০০৩০৩৪৮

নির্দেশনায়ঃ- সহকারী কমিশনার (ভূমি)

মতিঝিল সার্কেল, ঢাকা।

তারিখঃ ১৫/১০/২০১৪ খ্রিঃ।

নোটিশ বোর্ড






    google+     skype    rss